সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে অবরোধকারীদের হামলায় বেলাল হোসেন (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত ও মোবারক হোসেন (২৫) নামে আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভৈরব বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দিন রাতে সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের ভৈরব বাজার সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুবলীগকর্মী মোবারক হোসেন ঘটনাস্থলের দিকে ছুটে যায়। এসময় বেশ কয়েকজন মুখোশধারী অবরোধকারী বেলাল হোসেন ও মোবারক হোসেনকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের শোর-চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন হোসেন অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত বেলাল হোসে ওই গ্রামের জেবল হকের ছেলে ও আহত মোবারক হোসেন একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত আহত মোবারক হোসেন নতুন ফেনী’কে বলেন, ককটেল বিস্ফোররণের শব্দ পেয়ে সামনে এগিয়ে গেলে স্থানীয় যুবদলকর্মী জুয়েল ও মাসুদসহ ৮ থেকে ১০ জন মুখোশধারী তাদের উপর হামলা চালায়।
সম্পাদনা: আরএইচ






