নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে অবরোধকারীদের ছোড়া বোমার আঘাতে আহত নেজারত ডেপুটি কালেক্টর আবদুল কাদের মিয়াকে দেখতে যান র্যাবের মহাপরিচালক বেনজির আহাম্মদ। বুধবার সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিষ্টিটিউটে কাদের মিয়াকে দেখতে যান তিনি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বিচারকদের উপর হামলা মানে রাষ্ট্রের উপর হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এসব দুষ্কৃতিকারীদের নিশ্চিহ্ন করে আইনের হাতে তুলে দেয়ার অনুরোধ করেন।
এর আগে শুক্রবার রাতে ফেনী শহরের এসএসকে সড়কের উপশম জেনালে হাসপাতালের সামনে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল কাদের মিয়াকে বহনকারীকে গাড়ী লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে অবরোধে সমর্থকরা। এসময় তিনিসহ গাড়ীতে থাকা জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় আবদুল কাদের মিয়াকে ফেনী ডায়াবেটিকস হাসপাতালে ভর্তি করা। এদিকে তাঁর চোখে গুরুতর আঘাত পাওয়ায় রাতেই ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিষ্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করলে শনিবার দুপুরে তার চোখে অস্ত্রপচার করে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে আহত ম্যাজিষ্ট্রেট কাদের মিয়াকে দেখতে হাসপাতালে র্যাব মহাপরিচালক
