বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনী ইউনিভার্সিটি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফেনী পুলিশ লাইন মাঠে ২১টি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশ নেনে। ছেলে ক্যাটাগরিতে সর্বোচ্চ পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী বেলায়েত হোসেন। এছাড়া মেয়েদের বিভাগে সমান সংখ্যাক পদক নিয়ে যুক্ত ভাবে চ্যাম্পিয়ন হয়েছেন তিনজন। তারা হলেন; খাদিজা আক্তার জুথি, হুরে জান্নাত ও ফারিহা আহমেদ পূর্ণ্যা।
উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মির্জা, বেলায়েত ও মেজবাহ। মেয়েদের একই ইভেন্টে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন খাদিজা, জান্নাতুল ও পারভীন। ছেলেদের লং জাম্পে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন জাহিদ, সুজন ও আবদুল্লাহ আল নোমান। মেয়েদের একই ইভেন্টে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন খাদিজা, পারভীন ও ফাহমিদা। হাই জাম্পে ছেলেদের বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন নাঈমুর রহমান, মোস্তাফিজুর রহমান ও মো. জাহিদ। একই ইভেন্টে মেয়েদের বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন জান্নাতুন নাঈম, ফাহমিদা ও খাদিজা। এছাড়া ২০০ মিটার স্প্রিন্টে বেলায়েত, সুজন, মেজবাহ এবং ৬০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মেজবাহ, বেলায়েত ও সাইফুল ইসলাম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সত্তার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্’র সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর আহ্বায়ক, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের। এসময় বক্তারা পরবর্তী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের মাঠে করা হবে বলে জানান। সমাপনী অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের প্রভাষক মেহজাবিন তাবাসসুম সুজানার সঞ্চালনায় ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমএইচ







