“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই শ্লোগান নিয়ে ফেনীতে চ্যানেল আই প্রকৃতি মেলা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’র উদ্যোগে বৃহ¯পতিবার সকালে শহরের কেন্দ্রীয শহীদ মিনার থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুজন চৌধুরী, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি, প্রথম আলো ফেনী জেলা নিজস্ব প্রতিনিধি আবু তাহের, ফেনী প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান দারা, ইনডিফেন্ডেন্ট টিভি’র ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, সাধারণ স¤পাদক মাইনুল ইসলাম রাসেল, কবি ইকবাল চৌধুরী, বাংলা নিউজ’র স্টাফ রিপোর্টার ডালিম হাজারী, বিশিষ্ট সমাজ সেবক নুর আহমদ, গোলাম ফারুক, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, সাংবাদিক ইয়াছির আরাফাত রুবেল। এছাড়াও র্যালীতে সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সম্পাদনা: আরএইচ/আরএইচ