ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ইভটিজিং প্রতিরোধে অভিযোগ বাক্স স্থাপন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন। বুধবার ইউনিয়নের চারটি স্থানে অভিযোগ বাক্স স্থাপনকরা হয়েছে।
ইসহাক খোকন বলেন, মাদরাসা ছাত্রী নুসরাতকে যৌন নিপীড়ন ও অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনা সোনাগাজীসহ সারা দেশে ব্যাপক নাড়া দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি শিকার হলে অনেকে প্রকাশ্যে বলতে পারেন না অথবা সংকোচবোধ করেন। এসব কারণে বাগাদানা ইউনিয়ন পরিষদের সামনে, স্থানীয় ওসমাানিয়া উচ্চ বিদ্যালয়, ওসমানিয়া আলিম মাদরাসা, কাজিরহাট মডেল হাই বিদ্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, কোন শিক্ষার্থী শিক্ষক অথবা কারো দ্বারা যৌন হেনস্থার শিকার হলে বক্সে অভিযোগ করবে। প্রতি ১৫ দিন পর পর ওই বাক্স খুলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসময় সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







