ফেনীতে ইয়াবাসহ মো. আমজাদ হোসেন (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নীচ থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইওভারের নীচে চেকপোস্ট বসায় র্যাব। স্টারলাইন পরিবহনের একটি বাস তল্লাসির জন্যা সংকেত দিলে চেকপোস্টের সামনে এসে থামে। এসময় যাত্রীদের তল্লাসি শুরু করলে মো. আমজাদ হোসেন নামের একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। তার সাথে থাকা ব্যাগ থেকে ৯ হাজার ৫শ’ ১০পিস ইয়াবা জব্দ করে র্যাব।
আটককৃত মো. আমজাদ হোসেন ঢাকার কেরানিগঞ্জ উপজেলার শুভাঢ্যা উত্তর পাড়া এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে। সে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫৫ হাজার টাকা।
ফেনীস্থ র্যাব-৭এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: আরএই/এনজেটি







