সদর প্রতিনিধি>>
৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিন বাজারে তুলার গোডাউনের অগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসকর্মীরা। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ওই গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই তুলার গোডাউনে বৃহস্পতিবার বিকালে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীরা। মুহুর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এখানে তুলা প্রক্রিয়াজাত করে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।
গোডাউনের মালিক মাইনুল হাসান রুবেল জানান, তুলা প্রক্রিয়াকরণের মেশিনসহ আগুনে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে দাবী করেছেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে বরেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ
ভিডিও







