ফুলগাজী থেকে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার হাড়িপুস্করনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খেজুরিয়া বিওপির টহল দল ভারতে প্রবেশের সময় নেজস্লে চি নেডু নওয়াকুরি, লুটান্না সামিউল এনাকেউ ও সানডে ইবোনাদি ইডোন আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ ডলার, ১৩ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন মোবাইল, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকদের কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। দুই নাইজেরিয়ান তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি। পরে তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি







