নিজস্ব প্রতিনিধি >>
ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মীর হোসেন ভূঞার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। রবিবার রাতে তাঁর গ্রামের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ সূত্র জানায়, উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামে মীর হোসেন ভূঞার বাড়ীর কলাপসিবল গেইট কেটে ১৫-২০ জন সশ্রস্ত্র মুখোশধারী ডাকাতদল ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নির্যাতন করে। এসময় তারা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও মূল্যবান মোবাইল সেট সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে খবর পেয়ে সোমবার সকালে জেলা পরিষদ প্রশাসক আজিজ আহমদ চৌধুরী ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে ডাকাতি
