দাগনভূঞা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে সরিষা ও চিনাবাদাম আবাদ বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সি ও মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাইনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জামাল হোসেন, কৃষক আবু নাছের হেলেল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এনজেটি








