ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রীরা বখাটেদের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত বখাটে যুবকদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে ছাত্রীরা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ছাগলনাইয়া সরকারী কলেজ, ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়, ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মৌলভী সামছুল করিম কলেজ, ছাগলনাইয়া একাডেমী, হিছাছড়া উচ্চ বিদ্যালয়, মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয় ও উত্তর পানুয়া দাখিল মাদ্রাসার সামনের সড়কে সকাল থেকেই বখাটে যুবকদের আনাগোনা দেখাযায়। এসব বখাটেরা শিক্ষাপ্রতিষ্ঠান গামী ছাত্রীদের হয়রানী করে আসছে। হয়রানীর শিকার বেশীর ভাগ ক্ষেত্রে ভয়ে ছাত্রী ও তাদের অভিভাবকরা প্রতিবাদ করতে সাহস পায়না। কেউ নীরবে ইভটিজিং সহ্য করছে, কেউ শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে মেয়েকে অন্যত্র পাঠিয়ে দিচ্ছে আবার কেউ লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে বহু ছাত্রী ও তাদের অভিভাবক।
সম্প্রতি ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী হয়রানীর শিকার হয়ে প্রতিবাদ করলে বখাটেরা ছাত্রীটিকে লাঞ্ছিত করে। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে প্রধান শিক্ষক আবুল বশর বিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করেছি।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বখাটেদের উৎপাত নিয়ন্ত্রনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, বখাটেদের উৎপাত বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, গত দু’ দিনে ফেনী মডেল থানায় ১৩ বখাটেকে আটক করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এসকে