জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফেনীতে এডভোকেসী সভার আয়োজন করেছে ফেনী পৌরসভা। সোমবার পৌরসভা মিলনায়তনে এ এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াততুজজামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি.কে.এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃঞ্চময় বণিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাবি, কাউন্সিল মোহাম্মদ মানিক, সাইফুর রহমান সাইফু, আমির হোসেন বাহার, মো. মজিবুর রহামান ভূঞা, মো. হারুন উর রশিদ মজুমদার, মো. কোহিনুর আলম, মহিলা কাউন্সিলর মোসাম্মৎ জেসমিন আক্তার, সেলিনা চৌধুরী সেলি, মঞ্জু রাণী দেবী, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারীসহ সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এ বছরের ১১ জানুয়ারী ফেনী পৌরসভায় ৫৪টি ভ্রাম্যমান কেন্দ্রে ১ বছর থেকে ৫ মাস পর্যন্ত ১৯ হাজার, ৬ মাস থেকে ১১মাস পর্যন্ত ৩ হাজার ৮’শ মোট ২৩ হাজার ৪’শ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে বলে জানান ফেনী পৌর কর্তৃপক্ষ।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







