ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের উদ্যোগে গরীব, দুস্থ্য, অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল।
ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের আহবায়ক ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউর হায়দার চৌধুরী সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ফেনী সরকারী কলেজ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুর রহমান ভূঞা।
ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের সদস্য শাহজালাল তারেক ও এম.এ কাফি দিদারের সঞালনায় স্বাগত বক্তব্য রাখেন-ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের যুগ্ন-আহবায়ক বাহার উদ্দিন বাহার।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও ফেনী জেলা পরিষদের সদস্য রাবেয়া আক্তার রাবু ও কাজী সেলিম উদ্দিন। শেষে গরীব, দুস্থ্য, অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও সংগঠনের লগো উম্মোচন করা হয়।
সম্পাদনাঃ আরএইচ/এনজেটি







