দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞার দুলাল নামে এক বাংলাদেশী ব্যবসায়ী নিজ দোকানে খুন হয়েছেন। বুধবার দেশটির কুইন্সটাউন শহরে এ ঘটনা ঘটে। নিহতের খবর পেয়ে স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।
জানা যায়, ওই দিন রাতে আফ্রিকার কুইন্সটাউন শহরে নিজ দোকানে অজ্ঞাতনামা ২/৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। বাঁধা দিলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত দুললের ১ ছেলে ১ মেয়ে রয়েছে।
নিহতের স্বজনরা জানায়, ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটে মাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমায় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ীর মালেক সর্দারের ছেলে দুলাল। প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, অফ্রিকায় সন্ত্রাসিদের গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







