খোদাই করে আল্লাহর ৯৯ নাম ও কোরআনের ১১৪টি সুরার নাম লিখে ২৮ ফুট লম্বা কলম বানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের যুবক আব্দুল্লাহ আল হায়দার। বল পয়েন্ট কলমটির নকশায় আরবিতে এ কাজ করেছেন তিনি।
কলমের বিষয়ে ১৫ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন আব্দুল্লাহ। কর্তৃপক্ষ উত্তর দিয়ে আগামী ১২ সপ্তাহের মধ্যে আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছেন।
কলম তৈরির বিষয়ে হায়দার বলেন, কলমটি ২৫ ফিট লম্বা একটি সেগুন গাছ দিয়ে তৈরি। গাছটি ২৮ হাজার টাকা দিয়ে ক্রয় করি। গাছটি কেটে এরমধ্যে স্টিলের পাইপ বসিয়ে কলাম বানাই। কলমের দৈর্ঘ্য ২৭ দশমিক ৮ ফুট (৮ দশমিক ৪৭ মিটার) ও এর প্রস্থ ১৮ ইঞ্চি। এর ওজন ৭৮ কেজি। কলমের ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের নিপ বানাতে মাস্টার ক্রাফটম্যানশিপ ওয়ার্কশপের হেড ট্রেইনার জাহিদ হোসেন সহযোগিতা করেছেন। আর নির্ভুল আরবি নকশায় সাহায্য করেন দুই মাদ্রাসা শিক্ষক।
হায়দার বলেন, কলম তৈরির জন্য ১৫ দিন আরবি লেখার চর্চা করি। বিশ্বের সবচেয়ে বড় বল পয়েন্ট কলম হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করেছি। কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করে ৬১টি শর্ত দিয়েছেন। সকল শর্তই পূরণ করেছি।
হায়দার আরো জানান, ২০১১ সালের এপ্রিল মাসে ভারতের হায়দ্রাবাদের আচার্য মুকুনুরি শ্রীনিভাসা নামে এক ব্যক্তি ৩৭ দশমিক ২৩ কেজি ওজনের সাড়ে পাঁচ মিটার (১৮ দশমিক ৫৩ ফুট) দৈর্ঘ্যরে একটি বল পয়েন্ট কলম তৈরি করে রেকর্ড করেছিল।
হায়দারের বাড়ি নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে। পাঁচ ভাইবোনের মধ্যে হায়দার সবার ছোট। হিসাববিজ্ঞান বিষয়ে তিনি স্নাতক সম্পন্ন করেছেন। হায়দার কলমটি তার পছন্দের ব্যক্তি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে উপহার দিতে চান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







