দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে একটি হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বিকালে ফেনী প্রেসক্লাব একাংশের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামীদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে এ দাবী করেন ভূক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী রুপধন মিয়া জানান, দীর্ঘ দিন সিন্দুরপুর ইউনিয়নের মাছিমপুরস্থ সফর আলী ভূঞা বাড়ি সংলগ্ন কবরস্থানের ৬ শতক ভূমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি মেম্বার নুরনবীর নেতৃত্বে রবিবার সকালে শালিশী বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। এক পর্যায়ে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা একত্রিত হয়ে আমার চাচাতো ভাই নেজাম উদ্দিন বাবলুকে এলোপাতাড়ী কুপিয়ে পেটের নাড়ি-ভূড়ি বের করে ফেলে। শোর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বাবলু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছে।
এ বিষয়ে সোমবার রুপধন মিয়া বাদী হয়ে দাগনভূঞা থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় গনিপুর গ্রামের নুর মিয়ার ছেলে নয়ন ও খোরশেদ, মাছিমপুর গ্রামের মিথুন আলীর ছেলে অদু মিয়া, মধু মিয়া ও খাজু মিয়া এবং অদু মিয়ার ছেলে সুমন, মজু মিয়ার ছেলে রাজীব, চন্দ্রপুরের মনু মিয়ার ছেলে শাওনসহ ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়। কিন্তুু এযাবত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার বাদী রুপধন জানান, আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তারা আদালত থেকে জামিন নিয়েছে বলে এলাকায় প্রচার করে আসছে। আসামীরা সবাই ডাকাত সর্দার শামছুর শীর্ষ দাবী করে ভূক্তোভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। এছাড়াও আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকী দিয়ে আসছে বলেও সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
সম্পাদনা:এনকে/আরএইচ







