মহামারি করোনাভাইরাসের কারণে খাদ্যসঙ্কটে পড়া কর্মহীন অসহায়, দিনমজুর, খেটে খাওয়া ও ক্ষুধার্ত পশুপাখিদের পাশে দাঁড়ালেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিনিয়ত মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন উদ্যোগ নেন।
বিগত এক মাস ধরে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী অসহায়, হতদরিদ্র, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বেসরকারি মাদ্রাসার শিক্ষক, দুস্থদের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, তৈল, সাবান, হ্যান্ডওয়াশ, মাস্ক সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন। এছাড়াও সরকারি খাদ্যসামগ্রীও বিতরণ করছেন অসহায়দের মাঝে।
পাশাপাশি মধ্যবিত্তের যারা লোক লজ্জায় প্রকাশ্যে সাহায্য নিতে অনাগ্রহী তাদের জন্যও রাতে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাদের দাফন ও রোগীদের সাহায্য এবং প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন সেবা দিতে তিনি নিজ উদ্যোগে গঠন করেছেন কুইক রেসপন্স টিম। তাদের জন্য দিয়েছেন একটি এ্যম্বুল্যান্সও।
উপজেলা অডিটোরিয়ামের সামনে থেকে তৈরি করা খাবারের প্যাকেট পৌর শহরের বিভিন্ন ডাস্টবিনের সামনে পশুপাখিদের জন্য দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল নতুন ফেনী’কে বলেন, (কোভিড-১৯) মহামারী করোনাভাইরাসের কারণে খাদ্যসঙ্কটে পড়া কর্মহীন মানুষের পাশাপাশি ক্ষুধার্ত পশুপাখিরা যাতে না খেয়ে মারা যায় সেজন্য তিনি পৌরসভাসহ উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন ডাস্টবিনের সামনে পশুপাখিদের মুখে তৈরি করা এসব খাবারের প্যাকেট তুলে দিবেন।
তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন তিনি নিজের সর্বস্ব দিয়ে অসহায়, দিনমজুর, খেটে খাওয়া মানুষের পাশে থাকবেন বলে জানান। পাশাপাশি সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠন ও দলীয় নেতাকর্মীদের এসব অসহায় মানুষদের পাশে থাকার আহবান জানান।







