বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী-৩ (দাগনভুইয়া ও সোনাগাজী) অসহায় গরিব ও কর্মহীন ১২’শ পরিবারের দায়িত্ব নিয়েছিলেন বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। ইতোমধ্যে, দাগনভুইয়ার পরিবারগুলোর কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দ্বিতীয় দফায় সোনাগাজী উপজেলার ৯ টি ইউনিয়নের নিম্ন আয়ের অসহায়, ক্ষতিগ্রস্থ গরীব, বিধবা ও দুস্থ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সার্বিক তত্বাবধানে বিতরনে উপস্থিত ছিলেন উক্ত কার্যক্রমের পরিচালনা কমিটির সদস্য জিয়া উদ্দিন সোহাগ, আহসান হাবীব বিটন, শরিফ উল হাসান তারেক ও এ্যডভোকেট মিনহাজ উদ্দিন রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদনা: আরএইচ/এনজেটি







