করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন দলীয় নেতাকর্মী ও পাঁচ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়অ
উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিবের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুক হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন চৌধুরী বাদশা, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী আলেয়া বেগম মঞ্জু, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
করোনায় গত আড়াই মাস ব্যাপী খাদ্যসঙ্কটে পড়া কর্মহীন সিএনজি অটোরিকশা চালক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, হত-দরীদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







