করোনাভাইরাসের সংক্রমণ থেকে ছাগলনাইয়ার মানুষকে রক্ষা করতে ১৪ দিন ঘরে থাকার অনুরোধ করেছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। শুক্রবার বিকেলে পৌর শহরের জিরো পয়েন্টে এ আহবান জানান।
তিনি বলেন, প্রিয় ছাগলনাইয়াবাসী আমি উপজেলা চেয়ারম্যান নয় আপনাদের সন্তান হিসেবে আকুতি করছি ১৪ দিন আপনারা ঘর থেকে বের হবেন না। উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষকে বাঁচাতে আমাদেরকে ঘরে থাকতে হবে। বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। ভয় করবেন না, আতঙ্কিত হবেন না। সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, আসমান জমিনের মালিকের কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদের হেফাজত না করলে আমাদের কেউ রক্ষা করতে পারবেনা।
তিনি আরো বলেন, আজ আমাদের উপজেলায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আপনারা ইউএনও, এসিল্যান্ড, ওসি এবং ডা. শিহাব সাহেবের জন্য দোয়া করবেন। তারা করোনা যোদ্ধা হয়ে আপনাদের সেবায় রাতদিন কাজ করে যাচ্ছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদসহ থানার কর্মকর্তাবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







