ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ১ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ জাফর আহাম্মদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় অভিযানে মাদক প্রাচারের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটিও জব্দ করা হয়েছে।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পরিচালক মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের মহিপালে সন্দেহ ভাজন পরিবহনে তল্লাশী চালায় র্যাব। এসময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিক্সাকে থামানোর জন্য সংকেত দিলে অটোরিক্সাটি না থামিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে অটোরিক্সাটি আটক করে। এসময় অটোরিক্সায় থাকা জাফর আহম্মদকে আটক করলেও পালিয়ে যায় চালকসহ অপর দ্ইু সহযোগী। র্যাবের জিঙ্গসাবাদে জাফর আহাম্মদের দেখানো মতে অটোরিক্সার ড্রাইভিং সীটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৮টি পলিপ্যাকে ১ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাফর পরশুরাম উপজেলার জয়ন্ত নগর এলাকার মোঃ ভোলা মিয়ার ছেলে।
আটককৃত জাফরকে জিজ্ঞাসাবাদে জানায়, ইয়াবা চালানের সাথে পরশুরাম উপজেলার তাকিয়াপাড়া এলাকার মোঃ লাবলু (২৮) ও মোঃ সোহেল (২০) জড়িত রয়েছে। তারা র্যাবকে দেখে সিএনজি থেকে পালিয়ে যায়।
র্যাব আরো জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ ২৮ হাজার টাকা। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







