দাগনভূঞা প্রতিনিধি>>
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট টানা এক ঘন্টা চেষ্টার পর দাগনভূঞা বাজারের ফাজিলেরঘাট সড়কে হাসেম মার্কেটের দ্বিতীয় তলার মদিনা ফোমের প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রনে আসতে সক্ষম হয়েছে। এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবী।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটার দিকে ওই মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। মূহুর্তে হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় অন্য দোকার গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ফয়েজ ক্রোকারিজ, মদিনা ফোম, প্রাইম ব্যাংকের কিছু অংশ পুড়ে যায়। এসময় আগুনে ওই মার্কেটে দ্বিতীয় তলায় অন্তত আরো ১০ থেকে ১২ টি দোকানে আগুন লাগে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফেনী ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।
সম্পাদনা: আরএইচ