দৃষ্টিনন্দন পার্ক জামে মসজিদটি পূণ নির্মাণে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মসজিদ কমিটি। সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওলামাবাজার মাদ্রাসার পূর্বে দীঘির পাড়ে এ সমজিদ অবস্থিত।
সোনাগাজী থেকে ওলামাবাজার যাওয়ার পথে মেইন রোড়ের উত্তর প্বার্শেই স্মৃতি বিজড়িত এই মসজিদটি প্রথমে কোনো রকম নির্মাণের চিহ্ন রেখে যায় বৃট্রিশরা। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগো মেরামতের মধ্য দিয়ে নামাজ আদায় করছে অসংখ্য মুসল্লী। সময়ের বিবর্তনে মসজিদটি ভাঙ্গা বেড়া, মরিচাধরা টিন ও মাটিধরা কাঠের উপরে কোনো রকমে দাঁড়িয়ে আছে।
সবচেয়ে বড় সমস্যা হলো সড়ক বর্ধিত করার কারণে মসজিদটির স্থান পরিবর্তন করাও বাধ্যতামুলক হয়ে পড়েছে। মসজিদের পাশেই চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলনের সহযোগিতায় জায়গার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে মসজিদ নির্মাণ করা ব্যয়বহুল হবে। কে নেবে এ দায়িত্ব?
মসজিদের জন্য নির্ধারণ করা জায়গার পাশে পুকুরের পাড় ভাঙ্গনের কারণে সেখানে প্রথমে গার্ড ওয়াল করতে হবে। এবং মসজিদ নির্মাণেও প্রচুর অর্থ লাগবে।
মসজিদের ইমাম ও খতিব স্থানীয়। তিনি বলেন, আমার বাড়ীর পাশে হওয়াতে আমি সবসময়ই এখানে নামাজ পড়ি। এবং জামাতেও অনেক লোক হয়। কিন্তু মসজিদের স্থান পরিবর্তন করা জুরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে কয়েকজনের সাথে যোগাযোগ করা হয়েছে। ধনবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তবে আমাদের কাজ করা সম্ভব হবে। নয়তো এই পুরাতন মসজিদটিতে আর নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা থাকবেনা।
মসজিদের কাজে যারা সহযোগিতা করতে চান তাদেরকে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মূফতি আহসান উল্যাহ’র সাথে যোগাযোগ করার আহবান করেছেন। 01817310051 (বিকাশ) সার্বিক যোগাযোগঃ- 01822 370 233
সম্পাদনা:আরএইচ/এএইচআর