নতুন ফেনী ডেস্ক>>
দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে বিদেশী পিস্তলসহ আটক কাওসার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় বলে দাবী করেছে দলটি। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে শহরের ট্রাংক রোডস্থ জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নেতারা এ দাবী করেন। সাংবাদিক সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি রফিক রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন রাজিব, ও দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু নাসের চৌধুরী আসিফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে তাকে ছাত্রলীগ পরিচয় দিয়ে সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এর আগে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে এক মোটর সাইকেল আরোহী কাওসারকে সন্দেহ হলে গোয়েন্দা পুলিশ থামতে বলে। ওই মোটর সাইকেল আরোহী পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃত কাওসার দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিল পুর গ্রামের সওদাগর বাড়ীর কাজিম উদ্দিনের ছেলে।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
দাগনভূঞায় অস্ত্রসহ আটক কাওসার দলীয় লোক নয়- দাবী ছাত্রলীগের
