নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সদর উপজেরার বালিগাঁও ইউনিয়নের ১৩ টি গ্রামের ১ হাজার ১ শ’ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। রবিবার বিকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জানারা বেগম সুরমা, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, জেলা আওয়ামলী সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী, ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সুফিয়ান, ফেনী পল্লী বিদ্যুত সমিতির প্রকোশলী আতাউর রহমান চৌধুরী, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ইলিয়াছ চৌধুরী, কামাল উদ্দিন ভূঁইয়া, ইছমাইল হোসেন লিটন, খোরশেদ আলম, শামসুন্নাহার ফরিদা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিকসহ এলাকার সর্বস্তরের লোকজন।
ইউনিয়নের বালিগাঁও, আক্রামপুর, কুরুচিয়া, ধোনসাহাদ্দা, চরমধুয়াই, মধুয়াই, হকদি. চর হকদি, সুন্দরপুর, কাতালিয়া, মরুয়ারচর, বেতাগাঁও ও ডোমরা গ্রামের ২০ কিলোমিটার এলাকায় ১ হাজার ১ শ’ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এত প্রায় ৩ কোটি টাকা ব্যায় হয়েছে।
সম্পাদনা: আরএইচ /এসআর