ফেনীর সোনাগাজীতে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব) মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা প্রকাশ নশা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর আমজাদ ভূঁঞা বাড়ীর দরজায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭১ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সেনাবাহিনীর ইবিআরসি ইউনিটে সার্জেন্ট পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৭১ সালের ৬নং সেক্টরের রংপুর ও দিনাজপুরে অঞ্চল থেকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
জানাজা পূর্বে তাকে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিকের নেতৃত্বে রাস্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়েছে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছির উদ্দিন, ডিপুটি কমান্ডার ইসমাইল হোসেন সহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







