ফেনী সদর উপজেলা বিআরডিবির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ এবং উদ্যোক্তা ঋণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদের পল্লী ভবনের সামনে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন।
ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে কর্মসূচীতে অন্যান্যের মাঝে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, বিআরডিবির উপপরিচালক দুলালী ধর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদুল্লাহ খোন্দকার, জোসনা আরা জুসি, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা, ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দিন আহমেদ সিকদার, সহসভাপতি হারেছ আহাম্মদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াছিন আরাফাতসহ প্রশাসন এবং বিআরডিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে করোনা পাদুর্ভাবকালে ক্ষতিগ্রস্থদের মাঝে বিআরডিবির উদ্যোক্তা ঋণ বিতরণ করেন জেলা প্রশাসকসহ অতিথি বৃন্দ।