ছাগলনাইয়া প্রতিনিধি >>
ছাগলনাইয়া উপজেলার পৌরসভার মির্জার বাজারে যুবদল নেতার দোকানসহ ৩টি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে ওই এলাকার মির্জা বাজারে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী
স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পৌরসভার ৩ নং ওয়ার্ড যুুবদলের সভাতি শাহিনুল ইসলামের তুহিন ষ্টোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পার্শবর্তী জাহাঙ্গীর আলমের দোকানে মা ইলেকট্রনিক্স ও আবুল হাসেমের মেসার্স হাসেম ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তার দাবী।
যুবদল নেতা শাহিনুল ইসলাম তুহিন জানান, গত শনিবার রাতে তার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কয়েক জনের নাম উল্লেখ ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মো: রাশেদ খান চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ
ছাগলনাইয়ায় যুবদল নেতার দোকানে আগুন







