নিজস্ব প্রতিনিধি>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুরে বাস চাপায় কালিদগ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহসড়কে অন্তত ২০ টি গাড়ী ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই দিন কলেজে আসার সময় মহাসড়ক পারাপারের সময় ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাতকে নোয়াখালীগামী জোনাকি পরিবহণের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ ছাত্ররা মহসড়ক অবরোধ করে ১৫ থেকে ২০ টি গাড়ী ভাংচুর করে সড়কের ডিভাইডার উপড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত আরাফাত হোসেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ফেনী সরকারী কলেজের বিবিএস শেষ বর্ষের ছাত্র।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন রাজিব নতুন ফেনী’কে জানান, নিহত আরাফাত কালিদহ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি াতর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
ফেনী হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহম্মদ পঠান সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহতের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
লালপুলে বাস চাপায় ছাত্রলীগ নেতা নিহত
