এম মাঈন উদ্দিন, মিরসরাই
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ বেয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। ভাষা-আন্দোলন ছিল একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পটভূমি ও পূর্ব প্রস্তুতি। এ যুদ্ধের অর্জন, প্রাপ্তি ও বিজয় সামনে এগিয়ে যেতে আমাদের সাহস যুগিয়েছে । বাংলাদেশ প্রচুর সম্পদে ভরপুর। বাংলাদেশের অর্থ দিয়ে পাকিস্তানের উন্নয়ন হয়েছিল। তারা বাংলাদেশকে শোষণ করেছে।
শনিবার মিরসরাই উপজেলা সদরের মীর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই উপজেলা কমান্ডের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা ভিত্তিক স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, জাহাঙ্গীর কবির চৌধুরী, মানবাধিকার কমিশন সভাপতি প্রফেসর ডাঃ মোঃ জামশেদ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হায়াতুন্নবী, মোহাম্মদ হাসান। অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমান্ডার আবুল হাসিম, ফজলুল করিম, যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, মিরসরাই প্রেসক্লাবের সাধার সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার প্রমুখ।
মিরসরাইয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী – বাংলাদেশের অর্থ দিয়ে পাকিস্তানের উন্নয়ন হয়েছিল
