সদর প্রতিনিধি>>
উপজেলা পর্যায়ে ল্যান প্রকল্পের অবহিত করণ সভা বুধবার ফেনী সদর উপজেলা পরিষদের কৃষি বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। দিশা’র ল্যান প্রকল্পের জেলা সহায়তাকারী হাজেরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নুরুল আফছার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল ইসলাম, হেলভেটাস এর রিজিওনাল কো-অর্ডিনেটর আনিসুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান। কৃষি উন্নয়ন সমিতি ফেনী সদর, এনজিও দিশার ফেনী ও কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ফেনী সদর উপজেলার মৎস্য, প্রাণি সম্পদ ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সমবায় সমিতির কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এনকে
ফেনীতে ল্যান প্রকল্পের অবহিত করন সভা







