মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাইয়ে ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। শনিবার দুপুর ১২টা ১৪ মিনিটে ভূমিকম্পের পাশাপাশি জলকম্পেরও সৃষ্টির হয়। এসময় উপজেলার বাসা বাড়ি থেকে মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও বিদ্যালয় ভবন থেকে বের হয়ে যায়। তবে মিরসরাইয়ের কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, ভূমিকম্পও জলকম্প সৃষ্টির কারণে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলেও উপজেলার কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাইয়ে ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক







