নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শক্রবার ‘শ্রমিক শ্রেনী ঐক্য গড় শোষণ হীন সমাজ গড়’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে
উদীচী শিল্পীগোষ্ঠী ও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন ফেনী জেলা যৌথভাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাল পতাকা শোভিত র্যালীর আয়োজন করে।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী ফেনী জেলার সভাপতি রায়হান খান। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ফেনী জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী রাসেল, শিক্ষক নেতা মোমেনুল হক, উদীচীর সাংগঠনিক সম্পাদক- শিখা সেন গুপ্তা, গণতান্ত্রীক আইনজীবী সমিতির আহবায়ক বিমল চন্দ্র শীল এবং লোড- আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শেখ।
সমাবেশে বক্তারা শ্রমিকের ন্যার্য মজুরী, আট ঘন্টা শ্রম এবং নিরাপদ শ্রমজীবন নিশ্চিত করার দাবী জানান। আলোচনা সভা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা মে দিবস এবং শ্রমিক আন্দোলন কেন্দ্রিক গণসঙ্গীত পরিবেশন করেন।
সম্পাদনা: আরএইচ