মিরসরাই প্রতিনিধি >>
মিরসরাইয়ে আবুল কাশেম নামের একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার দক্ষিণ মঘাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ সফিকুল ইসলাম পিপিএম জানান, বন কর্মকর্তাদের উপর হামলায় ঘটনায় ১৯৮৭ সালে মিরসরাই থানায় দায়েরকৃত ১ (১১)৮৭ নম্বর মামলার আসামী আবুল কাশেম (৬০)। সে দীর্ঘ কয়েক বছর পলাতক ছিল।
চলতি বছরের ২০ জানুয়ারী চট্টগ্রামের চীপ জুডিয়িশাল মেজিষ্ট্রেট তাকে ৬মাসের সশ্রম কারাদন্ড, ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আবুল কাশেম বাড়িতে অবস্থান করছেন সংবাদ পেয়ে মিরসরাই থানা পুলিশ দক্ষিণ মঘাদিয়ায় নিজ বাড়ী থেকে বৃহস্পতিবার রাত ২টায় গ্রেপ্তার করে। সে দক্ষিণ মঘাদিয়ার আব্দুর রশিদের পুত্র। শুক্রবার রশিদকে চট্টগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আরিইচ/এমইউ







