সদর প্রতিনিধি>>
ফেনীতে ট্রাক চাপায় সফিকুল ইসলাম (১৩) নামের এক পথ শিশু নহিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরতলীর রানীর হাট দোস্ত টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে ছাগলনাইয়া থেকে ফেনী গ্রামী একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় সফিককে চাপা দেয়। এসময় তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। নিহত সফিকুল কিশোরগঞ্জ জেলার মিঠাবন এলাকার রানীগঞ্জ এলাকার মৃত মোহাম্মদ নভীর ছেলে।
নিহতের মৃত দেহ ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আর এমও অসীম কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ-এনকে
ফেনীতে ট্রাক চাপায় পথ শিশু নিহত







