নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীতে বিদেশী অস্ত্রসহ ইমরান হোসেনকে (১৯) অঅটক করে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র্যাব)। শনিবার সকালে উপজেলার পূর্ব বড়ধলি গ্রামের হাসান আহমদ এর বাড়ী থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিনসহ ও ৫ রাউন্ড গুলিসহ ইমরান হোসেনকে আটক করা হয়। আটককৃত ইমরান একই বাড়ীর হাসান আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে র্যাব শনিবার বিকালে ফেনীর সোনাগাজী থানায় হস্তান্তর করে।
ফেনী র্যাবের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে বিদেশী পিস্তলসহ একজন আটক
