নতুন ফেনী ডেস্ক>>
সোনাগাজীতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতা আলা উদ্দিন আলোকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১০/১২ আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সোনাপুরে স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্লাহ গ্রুপের সঙ্গে যুবলীগের অপর অংশের সংঘর্ষে ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি আজিজুল হক মারা যায়। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ যুবলীগ কর্মী স্বপনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক নবীর হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে যুবলীগকর্মী হত্যার ঘটনায় ১৮ জনের নামে মামলা
