নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে পিতাসহ দুইজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। মঙ্গলবার ফেনী বিসিক শিল্প এলাকার তালতলায় বেলাল কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই দিন কলোনির উঠোনে খেলাস্থলে ঝুলন্ত একটি বিদ্যুৎ এর তারে জড়িয়ে শিশু ইসমাইল। এসময় প্রতিবেশি যৌগমায়া শিশুটিকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎতাড়িত হয়। পরে তাদের উদ্ধার করতে গেলে ওই শিশুর বাবা মোঃ এয়াকুব আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। অলৌকিকভাবে শিশুটি বেঁচে গেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তার পিতা মোঃ এয়াকুব আলী (৩৫) ও প্রতিবেশি যৌগমায়া (৩০)। নিহত এয়াকুব কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আব্দুর রশিদের ছেলে ও যৌগমায়া ফুলগাজী উপজেলার পুরাতর মুন্সির হাট গ্রামের সুকুমার দেবনাথ এর স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ ঘটনার সত্যদতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজন নিহত







