পরশুরাম প্রতিনিধি>>
পশুরাম উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক জাফর আহাম্মদের স্ত্রীর কাছ থেকে ৪১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার উপজেলার কোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তরভাগী সূত্র জানায়, ওই দিন পরশুরাম ব্র্যাক অফিস থেকে জাফর আহাম্মদের স্ত্রী তিন নারী গ্রাহকের ঋনের টাকা ৪১ হাজার ৫শ টাকা নিয়ে বাড়ী যাওয়ার পথে রওনা দেয়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২ মোটর সাইকেল আরোহী ব্যাগসহ ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়।
জাফর আহাম্মদ জানান,তার স্ত্রী টাকা নিয়ে রাস্তার গিয়ে কোলাপাড়া যাওয়ার উদ্যেশ্যে রিক্সার জন্য দাড়ানোর সাথে সাথে দুই যুবক টাকা নিয়ে পালিয়ে যায়।
সম্পাদনা: অারএইচ/এনকে