নিজস্ব প্রতিনিধি >>
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ফেনী জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লক্ষীপুর বাইতুল আমিন ইসলামিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ হিউম্যান রাইটস্ এ্যাওয়ার্ড-২০১৪ অর্জন করেন। বুধবার বিকালে ঢাকা কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি।
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহম্মদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরস্কার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সম্পাদনা: আরএইচ
হারুন অর রশিদ’র হিউম্যান রাইটস্ এ্যাওয়াড লাভ
