পরশুরাম প্রতিনিধি >>
পরশুরাম সরকারী ডিগ্রী কলেজ ছাত্রীদের বিশ্রামাঘার (কমনরুম) ও শিক্ষকদের টয়লেটসহ কলেজ ভবনের অবকাঠামো মেরামতের জন্য বরাদ্ধ ৮ লাখ টাকা অাত্মসাতের অভিযোগ উঠেছে যুবলীগ নেতাদের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রীদের বিশ্রামাঘার কক্ষের কয়েকটি টিন পরিবর্তন, শিক্ষকদের টয়লেট ধোয়া মোছা ও দরজা-জানালা সহ অবকাঠামো উন্নয়নে ৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। কলেজের মেরামত কাজটি পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, সাধারন সম্পাদক সফিকুল হোসেন মহিম ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম। গতবারের ন্যায় নামমাত্র সংস্কার কাজ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানায়, কলেজের দ্বিতীয় তলার পশ্চিম পাশ্বে টিনের চাউনি দিয়ে মেয়েদের জন্য কমন রুম করা হয়েছে। কিন্তু চলতি মৌসুমে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে কমন রুমে ব্যাবহার অনুপযোগী হয়ে উঠেছে। মানসম্মত মেরামত কাজ করলে ব্যবহার উপযোগী হত। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অবকাঠামোগত অবস্থা নাজুক। কিন্তু প্রতিবছর সংস্কারের কথা বলে মোটা অংকের টাকা বরাদ্ধ এনে নেতাদের পকেট ভারী করছেন। কাজের কাজ কিচুই হয়না।
জানা গেছে, এর আগেও গতবছরও উল্লেখিত নেতারাই সংস্কার কাজ করেছিলেন। গতবারের বরাদ্ধেও মেয়েদের কমন রুমের উপরে টিন পাল্টানো হয়েছিল অথচ একবছর না যেতেই ওই কক্ষের টিন ফুটো হয়ে যায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুল হোসেন মহিমকে গতকাল শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
সম্পাদনা: আরএইচ







