দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় একরামুল হক রাসেল (৩১) নামে অপহরণ চক্রের এক সদস্যকে গণ-দোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রবিবার বেলা ১১ টা দিকে উপজেলার বসুরহাট রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দাগনভূঞা মেডিকেয়ার হাসপাতালে স্ত্রীর চিকিৎসা নিতে আসা ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার আবদুল করিমের ছেলে দক্ষিন আফ্রিকা প্রবাসী আবুল বাসারতে অপহরণের চেষ্টা করে। স্থানীয় জনতা একরামুল হক রাসেলকে আটক করে গণ-দোলাই দেয়। এসময় আরো ৮ অপহরণ চক্রের সদস্য পালিয়ে যায়। তাকে দাগনভূঞা থানায় সোপর্দ করা হয়। আটককৃত রাসেল সেনবাগ উপজেলার মোহাম্মদ পুর গ্রামের জিয়াউল হকের পুত্র।
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম উদ্দিন নতুন ফেনী’কে ঘটনার সত্রতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় অপহরণ চক্রের সদস্যকে পুলিশে সোপর্দ
