ছাগলনাইয়া প্রতিনিধি >>
ছাগলনাইয়ায় অসহায় ও দু:স্থ্য শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং মাইন্ড। মঙ্গলবার সকালে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র আলমগীর বি.এ।
ছাগলনাইয়া সরকারী কলেজ ইংরেজী বিভাগের প্রভাষক ও হেল্পিং মাইন্ডের সভাপতি মোস্তাক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা, ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক লেফট্যানেন্ট (অবঃ) নেপাল চন্দ্র নাথ, ইম্পিরিয়্যাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম সরকার, গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাষ্টার আবুল কালাম, পাইলট স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মোয়াজ্জম হোসেন। পরিচালক মানছুর আলম ও জয়নাল আবেদীন বাপ্পীর সঞ্চলনায় এতে আরো উপস্থিত ছিলেন হেল্পিং মাইন্ডের পরিচালক ও নতুন ফেনী ডট কমের ছাগলনাইয়া প্রতিনিধি মোঃ কামরুল হাসান, আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন, সদস্য মিজানুর রহমান পরশ, সালমান হোসেন, নুরুল করিম, পিয়াস, ইমন প্রমূখ। পরে হেল্পিং মাইন্ড আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৬০জন বিজয়ীর মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: এনকে/এমকেএইচ
ছাগলনাইয়ায় হেল্পিং মাইন্ড’র ঈদ পোশাক বিতরণ







