নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আবদুল কাদের আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহহে ওয়া ইন্নানিল্লাহে রাজিউন)। তিনি দীর্ঘ দিন বাধৈক্য জনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। প্যারালাইসিস রোগের কারণে তিনি দীর্ঘ ৭ বছর যাবৎ চলাফেরা করতে পারেননি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর । তিনি পশ্চিম উকিলপাড়ার বখতেয়ার ভূইয়া বাড়ির মরহুম আবদুল গনি মিয়া ভ’ইয়ার পুত্র । তিনি সংসারী ছিলেন না। আগামীকাল বুধবার বাদ জোহর উনার নামাজে জানাজা অনুষ্টিত হবে।
উল্লেখ্য, উকিলপাড়ার মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আবদুল কাদের মাত্র ১৩ বছর বয়সে ভাষা আন্দেলনে যোগ দেন । পরে ১৯৭১সালে সময় ২ নং সেক্টরে থেকে স্বাধীনতা যুদ্ধে যোগ দেন।
ফেনী প্রেস ক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার নিহত পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন। তিনি রাইজিংবিডিকে জানান, তার মৃত্যুতে ফেনীবাসী একজন গুণীজন হারালেন। রাষ্টীয় মর্যাদায় নিজ বাড়ির কবরস্থানে দাপন করা হবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ
ফেনীর ভাষা সৈনিক আবদুল কাদের আর নেই
