নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে পুলিশের গুলিতে নিহত ফেনী সদর উপজেলার ফরহান নগর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হারুন অর রশিদ’র পরিবারকে ৩০ হাজার টাকা তুলে দিয়েছে সামাজিক যোগাযোগ ফেসবুক প্রতিষ্ঠান ছাত্রদল নিউজ। বুধবার সকালে নিহতের ওই ইউনিয়নের চরকালিদাস গ্রামে মা ও স্ত্রীর হাতে নগদ টাকা তুলে দেন এডমিন মজুমদার রশিদ, শারাফাত চেীধুরী জিক্কু, নাজমুল হোসাইন জিকু, ছাত্রদল নেতা রহমত জিংকু, নেছার উদ্দিন বাপ্পি, ফয়েজ উল্লাহ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে যুবদলের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
সম্পাদনা: আরএইচ
যুবদলনেতা হারুনের পরিবারকে ৩০ হাজার টাকা অনুদান দিল ছাত্রদল নিউজ







