সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল বৃহস্পতিবার শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি সাংবাদিক নুর উল্লাহ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু, অনলাইন নতুন ফেনীর সম্পাদক রাশেদুল হাসান প্রমূখ। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সাধারন সম্পাদক আবদুর রহিম সাইফুল। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের লোকজন অংশ নেয়। উল্লেখ্য: দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদনা: এনকে
বালিগাঁও ছাত্র কল্যাণ পরিষদের ইফতার
