নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে জঙ্গি বিরোধী সচেতনা কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। বুধবার থেকে জেলার প্রত্যেক মাদরাসায় এ কর্মসূচি পালিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে দেশ ব্যাপী জঙ্গি বিরোধী প্রচার প্রচারণা শুরু হয়। সামাজিক ও রাজনৈতিকভাবে জঙ্গিদের প্রতিহত করতে আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে ফেনী জেলার সকল মাদরাসায় জঙ্গি বিরোধী সচেতনা কর্মসূচি গ্রহণ করে ছাত্রলীগ। মঙ্গলবার ফেনী সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর মানিক স্বাক্ষরিত এ সংক্রন্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের সকল মাদারাসায় এ কর্মসূচি পালিত হবে। এজন্য সকল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে কর্মসূচি পালনের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ফেনী সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম জানান, আমরা বুধবার থেকে ফাজিলপুর ওয়ালিয়া মাদরাসা থেকে এ কর্মসূচি শুরু করবো। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো মাদরাসায় এ কর্মসূচি পালিত হবে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ছাত্রলীগের জঙ্গি বিরোধী সচেতনতা কর্মসূচি
