পরশুরাম প্রতিনিধি>>
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়নান মোস্তফা তানিমকে সাময়িক বহিস্কার করে এক সাপ্তাহের মধ্যে সকল অভিযোগের উত্তর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ ও সংগঠন বর্হিভূত কর্মকান্ডে জড়িত হওয়ায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়নান মোস্তফা তানিমকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছ। তার বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহকে লাঞ্চিত, পরশুরাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ভাবনসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী ও কলেজ ছাত্রকে মারধর করার অভিযোগ রয়েছে। এছাড়াও তানিমের বিরুদ্ধে বালু ঘাট দখল, সন্ত্রাস ও চাদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু নতুন ফেনীকে জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়নান মোস্তফা তানিমের পদ স্থগিত করে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব ফেলে সংগঠনের গঠণতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: আরএইচ
পরশুরামে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বহিস্কার







