জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্যাপকভাবে কাঙালি ভোজের আয়োজন করা হচ্ছে। এ আয়োজনে ১শ গরু দিচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসব গরুর মাংস জেলার ৩টি আসনের ৬ উপজেলায় খাবার তৈরি করে বিলানো হবে।
দলীয় সূত্র জানায়, ফেনী পৌরসভায় ২৩টি ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে ২৪টি গরু জবাই করা হবে। জেলার অপর ৫ উপজেলার ৩১টি ইউনিয়নে ১টি করে এবং অপর ৫ পৌরসভায় ২৫টি গরু জবাই করা হবে। এসব তদারকির জন্য জেলা সদরে দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, পরশুরাম উপজেলায় জেলা সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, সোনাগাজী উপজেলায় কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, ছাগলনাইয়া উপজেলায় সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলায় ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, দাগনভূঞা উপজেলায় জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনকে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রসঙ্গত; ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির নিজ বাড়িতে বিপথগামী সেনা সদস্যদের গুলিতে স্বপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সম্পাদনা: আরএইচ/এনকে