দাগনভূঞা পৌরসভা ১নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: আলাউদ্দিনের উপর হামলা চালায় দুর্বত্তরা।
সোমবার সন্ধ্যায় সন্ধ্যার দিকে আলাইয়াপুর খেজুর গাছ তলা নামক স্থানে অজ্ঞাত দুর্বত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। একপর্যায়ে রাস্তার পাশে ডোবায় পেলে হত্যা চেষ্টা করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
আলাউদ্দিন জানান, তিনি মোটরসাইকেল যোগে একা তার ডালিম প্রতীকের সমর্থনে গণসংযোগ করছিলেন। হঠাৎ চারটি মোটরসাইকেল যোগে দুর্বত্তরা তার উপর হামলা চালান। তিনি ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। রাতেই তিনি দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত ; দাগনভূঞা পৌরসভার অপর ৮টি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কোন প্রার্থী নেই।
সম্পাদনা:আরএইচ/এইচআর







